রবিউল আওয়াল ১৪৩২হিঃ (১৯)

তোমাদের পাতা

একদিন তুমি ছিলে!

লিখেছেনঃ জুম্মানা, আরবীন পুষ্প

শেয়ার করুন:     
প্রিন্ট

 

একদিন তুমি ছিলে আমার কাছে, আমার বুকের ভিতরে, আমার চোখের তারায়কোন কষ্ট, কোন দুঃখ, কোন ব্যথা তোমাকে যেন স্পর্শ করতে না পারে, সে জন্য তোমাকে আমি লুকিয়ে রেখেছিলাম আমার হৃদয়ে নিভৃতেআমার জন্য তুমি ছিলে আসমান থেকে নেমে আসা ফিরেশতা 

একদিন তুমি ছিলে আমার কাছে আমারই অস্তিত্বের অংশ হয়েতুমি ছিলে আমার সুখের উৎস এবং আমার দুঃখেরও উৎসতুমিই ছিলে আমার আনন্দ এবং আমার বেদনাতুমিই ছিলে আমার বর্ষা-শরৎ, আমার হেমন্ত ও বসন্ত 

একদিন তুমি ছিলে আমার কাছে, আমার জীবনে তাই সব ছিলো; আকাশ ছিলো, চাঁদ ও চাঁদের জোসনা ছিলো: মেঘ-বাদল ও বৃষ্টি ছিলো; বুকের জলাশয়ে শাপলাফুল ছিলো, হৃদয়ের নদী-তীরে সাদা সাদা কাশফুল ছিলো 

এখন তুমি নেই, তাই জীবনে আমার কিছু নেইআকাশ নেই, চাঁদ নেই, জোসনা নেইমেঘ নেই, বৃষ্টি নেইনেই শাপলাফুল ও কাশফুলএখন আছে শুধু রেখে যাওয়া স্মৃতি, আর স্মৃতিরি নাম বেদনা।  

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা