রমযান ১৪৩০ হিঃ (১৩)

তোমাদের পাতা

তোমাকে

শেয়ার করুন:     
প্রিন্ট

তুমি আসবে, তোমাকে দেখবো, তোমার কাছে বসবো, তোমাকে কিছু বলবো, তোমার কিছু কথা শোনবো, এ ব্যাকুলতায় আচ্ছন্ন ছিলাম এতদিন। মানুষ যাকে ভালোবাসে তার প্রতীক্ষায় প্রহর গুণেও আনন্দ লাভ করে। তোমার প্রতীক্ষায় প্রহরগুণে আমিও পেয়েছি সেই আনন্দ, যাতে স্বাদ আছে এবং কষ্ট আছে। আমি জানতাম, প্রতীক্ষার প্রহর যত দীর্ঘ হোক, একসময় অবশ্যই তার অবসান হবে। তুমি আসবে আমার জীবনে আনন্দের বার্তা নিয়ে। তোমার মাঝে আমি পাবো স্বর্গীয় পুষ্পের সৌরভ, তুমি আমাকে দেবে অনন্ত সুখের সন্ধান। তোমার আগমনের প্রতীক্ষায় হৃদয় আমার ব্যাকুল না হয়ে পারে! তুমি জানো, আমি তোমাকে ভালোবাসি; আমার হৃদয়ে আছে শুধু তোমার ভালোবাসা এবং তোমার সঙ্গ ও সংস্পর্শ লাভের অদম্য কামনা। আমি তোমাকে পেতে চাই একান্ত আপনার করে এবং চিরকালের জন্য। আজ এতদিন পর আমার ব্যাকুল প্রতীক্ষার অবসান হলো। তুমি এলে আমার কাছে আমাকে উদ্দেশ্য করে; তুমি এলে আমাকে আলোকিত করার জন্য, আমাকে ঋদ্ধ ও সমৃদ্ধ করার জন্য। তুমি চেয়েছিলে, আসবে আমার কাছে লুকিয়ে লুকিয়ে, কিন্তু তোমাকে দেখার আগেই যে আমি পেয়ে গেলাম তোমার সেই স্বর্গীয় সুবাস! কীভাবে লুকোবে তুমি তোমার সুবাস! শুধু কি সুবাস! তোমার আলোক-উদ্ভাস! তোমার সান্নিধ্যে, তোমার প্রেমকোমল স্পর্শে আমিও যে সুবাসিত হলাম! আমার সত্তার মাঝে তোমার আলোক-উদ্ভাসে আমিও যে ধন্য হলাম! তোমাকে কাছে পাওয়ার আনন্দে, পুলকে, শিহরণে আমি যে আপ্লুত হলাম। তুমি চিরকাল থাকবে আমার কাছে, আমার হৃদয়-অঙ্গনে। আমি তোমার সেবক হবো, হবো তোমার কৃতার্থ প্রেমিক! সৌন্দর্যের মহিমায়, ঐশ্বর্যের গৌরবে, জ্ঞানের গভীরতায় এবং প্রজ্ঞার ব্যাপ্তিতে তোমার কোন তুলনা নেই। তুমি বাইরে সুন্দর, তুমি ভিতরে সুন্দর, তুমি শুধু সুন্দর আর সুন্দর! আমার হৃদয়-অঙ্গনে তুমি স্বাগতম, স্বাগতম! (মাওলানা তাকী উছমানীকৃত কোরআনের আসান তারজামা কিতাবটির শুভাগমন উপলক্ষে)

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা