রমযান ১৪৩০ হিঃ (১৩)

তোমাদের পাতা

একটি ছোট্ট ছেলের স্বপ্ন

লিখেছেনঃ ইসরাইল, শহীদবাড়িয়া

শেয়ার করুন:     
প্রিন্ট
মানুষ তার শৈশবে যে স্বপ্ন দেখে এবং নিজের ভাবিষ্যতের যে ছবি আঁকে তা সব কি সত্য হয়! তবু মানুষ স্বপ্ন দেখে। কোন স্বপ্ন হয় এত সুন্দর যে, সে স্বপ্নের কথা শুনে অন্যরাও অবাক হয়ে যায়। আজ এমনই একটি ছেলের স্বপ্নের কথা বলবো, একদি বিদ্যালয়ের শিক্ষক জিজ্ঞাসা করলেন, তোমরা ভবিষ্যতে কে কী হতে চাও? সবাই যার যার স্বপ্নে কথা বললো, গতানুগতিক স্বপ্ন। কেউ ডাক্তার হতে চায়, কেউ প্রকৌশলী, কেউ বা পাইলট। কেন তারা এসব হতে চায়! জানে না। কীভাবে তারা এসব হবে! জানে না। সবাই তাদের স্বপ্নের কথা বললো, একটি ছেলে চুপ করে ছিলো। শিক্ষক বললেন, তুমি ভবিষ্যতে কী হতে চাও বলো। ছেলেটি উঠে দাঁড়িয়ে ধীর শান্তভাবে বললো, ভবিষ্যতে আমি একজন ভালো মানুষ হতে চাই? শিক্ষক অবাক হয়ে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকলেন, তারপর জিজ্ঞাসা করলেন, তুমি কীভাবে মানুষ হবে? ভালো মানুষ হওয়ার জন্য কী করতে হয়? ছেলেটি দৃঢতার সাথে বললো, ভালো মানুষ হওয়া জ্ঞান অর্জন করতে হয় এবং যা কিছু ভালো তা পালন করতে হয়। যেমন সত্য বলা, মানুষের উপকার করা। শিক্ষক অভিভূত হয়ে বললেন, আল্লাহ তোমার স্বপ্ন সত্য করুন।
শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা