রমযান ১৪৩০ হিঃ (১৩)

তোমাদের পাতা

সফল লেখক হওয়ার উপায়

শেয়ার করুন:     
প্রিন্ট
পুষ্পের মাননীয় সম্পাদক উপদেশ দিয়েছেন, ‘তুমি যদি সাহিত্যের সাধক হতে চাও তাহলে সাধনার পাশাপাশি হৃদয়ের কোমলতা অর্জন করো। নীচতা ও ক্ষুদ্রতা থেকে হৃদয়কে মুক্ত করো। প্রীতি ও মহত্ত্ব দ্বারা হৃদয়কে সিক্ত করো। প্রকৃতির সঙ্গে একাত্ম হও এবং প্রকৃতির স্রষ্টাকে হৃদয়ে গ্রহণ করো। অন্যথায় তোমার সমস্ত সাহিত্য সাধনা ব্যর্থ হবে ...।’ এ উপদেশের সার্থকতা আমি নিজের জীবনে পূর্ণরূপে উপলদ্ধি করতে পেরেছি। আমার আগের জীবন, আর এষনকার জীবনের মধ্যে অনেক পার্থক্য অনুভব করতে পারছি। সত্যি কলমের সাধনার আগে আমাদের কর্তব্য হলো কলমের সাধনায় আত্মনিয়োগ করা, তাহলেই শুধু কলমের সাধনায় সফলতা আসতে পারে। দ্বিতীয় যে জিনিসটির প্রয়োজন তাহলো ধৈর্য। যারা সামান্যতেই অধৈর্য হয়ে পড়ে সাহিত্যের দুর্গম পথ তাদের জন্য নয়। পুষ্পের সম্পাদককে আল্লাহ উত্তম বিনিময় দান করুন। আমাকে এবং পুষ্পের সকল বন্ধুকে এ মহামূল্যবান উপদেশটি পালন করার যোগ্যতা দান করুন, আমীন। (আল্লাহর ইচ্ছা, শহীদবাড়িয়া থেকে আসা লেখাটির লেখিকার নামটি হারিয়ে ফেলেছি, এজন্য আমি আন্তরিক দুঃখিত)
শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা