জুমাদাল আখেরা ১৪৩১হিঃ (১৬)

তোমাদের পাতা

তোমাকে

শেয়ার করুন:     
প্রিন্ট

অতীতে আমার জীবনে অনেকে ছিলো, অনেক কিছু ছিলো। তুমিও ছিলে, তোমার হাতছানি ছিলো। কিন' অতীত কি জীবনের সবটুকু! এই যে সুন্দর বর্তমান ও তার হাতছানি! তা এড়িয়ে যাবো! ধূসর অতীতের জন্য উজ্জ্বল বর্তমানকে অবজ্ঞা করবো! তোমার ইচ্ছে হয়, পড়ে থাকো অতীতের আঙ্গিনায়! আমাকে কেন যেতে দেবে না সুন্দর বর্তমানের কাছে! জানি, তোমার সিঁড়ি বেয়েই বর্তমানের মঞ্চে আমার আরোহণ। একটুকরো কৃতজ্ঞতা তো তাই বরাদ্দ আছে তোমার জন্য! কৃতজ্ঞতার মূল্য নেই তোমার কাছে! যতই জড়াতে চাও, তোমার মায়াজাল ছিন্ন করে আমি সমর্পিত হবোই সুন্দর বর্তমানের কাছে। তুমি কাঁদবে? কাঁদো। অতীতে কান্নার মূল্য ছিলো, বর্তমানের কাছে মূল্য শুধু হাসি ও আনন্দের! শুধু কান্নায় কী হয়! কান্নার জলে বুকের কষ্টরা শুধু পরিপুষ্ট হয়। অতীতে আমি কেঁদেছি যখন তুমি কাঁদিয়েছিলে। কী বোকা ছিলাম! তুমি কাঁদিয়েছো, আমি কেঁদেছি। বর্তমানের কাছে পেয়েছি জীবনের বড় শিক্ষা; যার আছে শুধু কান্না, কী দেবে সে কান্না ছাড়া। তাকে ছুঁড়ে ফেলো শরতের শুকনো পাতার মত। জীবনের অতীত জীবনের শরত ছাড়া আর কী! আচ্ছা যাও, একটু কৃতজ্ঞতার সঙ্গে দিলাম একটুকরো সমবেদনা। এবার তো আমাকে মুক্তি দাও, বিরক্তিকর তোমার চোখের পানি থেকে!

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা