জুমাদাল আখেরা ১৪৩১হিঃ (১৬)

তোমাদের পাতা

হৃদয় জুড়ে তুমি, শুধু তুমি!

লিখেছেনঃ হাবীবুর-রহমান, মাহমূদী

শেয়ার করুন:     
প্রিন্ট
পড়ে আছি সুদূর বাংলাদেশে মজবূর এক আশিক ও প্রেমিক আমি। পশ্চিম দিগনে-র আবির দিয়ে শুধু তোমার ছবি আঁকি আমার হৃদয়পটে। পূর্ণিমার চাঁদের বুকে আমি দেখি তোমার মুখের ছবি। তুমি যে ছিলে চাঁদের চেয়ে সুন্দর! কখনো চাঁদের কাছে মিনতি জানাই, কখনো বা প্রভাত-সমীরণের কাছে, তোমার সমীপে যেন পৌঁছে দেয় আমার সালামের নাযরানা। আমার বুক চিরে কেউ যদি দেখে, পাবে তোমার নামটি লেখা এবং তোমার মুখটি আঁকা। আমার মুখের জপ সদা শুধু ‘ছাল্লি আলা’। আমার হৃদয়-সাগরে এ কিসের তরঙ্গজোয়ার! হে প্রিয়, তোমারই প্রেমের তরঙ্গজোয়ার। তোমার নাম জপে যারা তাদের আমি ভালোবাসি, তোমার গোস্‌তাখ যারা জানের দুশমন তাদের আমি। ঢেলে দেবো বুকের রক্ত, বিলিয়ে দেবো প্রাণ, তবু রাখবো এই যমিনের বুকে তোমার সম্মান। শুধু একটি আশা হে ছাহিবে কাউছার, তোমার পবিত্র হাতের শীতল একটি পেয়ালা, যা পান করে কেউ কখনো হবে না পিপাসার্ত। মিযানে পোলসিরাতে পাই যেন তোমার দেখা, আর একটু শাফা‘আত, যা পার করে নেবে পাপের পঙ্কে ডুবে থাকা অধম এক উম্মতিকে, হে ছাল্লি ‘আলা।
শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা