শাবান ১৪৩১হিঃ (১৭)

রোযনামচার পাতা

যদি মুহব্বতের নযরে মায়ের দিকে..!

লিখেছেনঃ আকরাম হোসাইন

শেয়ার করুন:     
প্রিন্ট
ছুটির ঝুড়িতে যে ক’টি দিন ছিলো শেষ হয়ে এসেছে। আম্মুকে বললাম, মাদরাসায় থাকলে সময় কাজে লাগে, বাড়ীতে শুধু সময়ের অপচয় হয়। আম্মু মৃদু হেসে বললেন, বাড়ীতে এসে যদি মুহব্বতের নযরে মায়ের দিকে তাকাও তাহলেও কি সময়ের অপচয় হয়? আম্মুর কথা শুনে আমি স-ব্ধ হয়ে গেলাম। সত্যি তো! কত শুনেছি, কত পড়েছি এ মহামূল্যবান হাদীছ, কিন' আমল কি করেছি কখনো! কেমন নির্বোধ আমি যে, মায়ের সামনে বলে বসলাম, বাড়ীতে শুধু সময়ের অপচয় হয়! মায়ের দিলে তো থাকে শুধু সন-ানের প্রতি দরদ-ব্যথা, মায়া-মমতা ও কল্যাণকামনা, তাই মায়ের মুখে হাদীছটি শুনে আমার অন-র্জগতে এক বিরাট আলোড়ন সৃষ্টি হলো। সম্ভবত আজই প্রথম মায়ের মুখের দিকে মুহব্বতের নযরে তাকালাম, আর এতদিনের গাফলতের কারণে আল্লাহর কাছে মাফ চাইলাম। বিদায় গ্রহণের সময় যখন হাদীছে বর্ণিত সেই নযরে আম্মুর দিকে তাকালাম, তখন আম্মু বুঝতে পেরে মধুর করে হাসলেন এবং আমার মাথায় হাত রেখে দু‘আ দিলেন। ... সম্পাদক- ‘ছুটির ঝুড়িতে যে ক’টি দিন ছিলো...’ এটি হচ্ছে তরল ও চটুল কথা, ভাবগম্ভীর ও চিন-াশীল লেখায় তা সুন্দর হয় না।
শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা