মুহররম ১৪৩২ হি: (১৮)

রোযনামচার পাতা

আমার বেদনা আমার যন্ত্রণা

লিখেছেনঃ নূরুল হাসান

শেয়ার করুন:     
প্রিন্ট

 কষ্টের একটা কাঁটা সবসময় আমার বুকে খচখচ করে বিঁধে, আমি ক্ষত-বিক্ষত হতে থাকি। অব্যক্ত এক বেদনায় আমি ছটফট করি, অবর্ণনীয় এক যন্ত্রণায় দগ্ধ হতে থাকি। আমার জীবনে তো কোন কিছুর অভাব নেই। বাবার স্নেহ আছে, মায়ের মমতা আছে, বড় বোনের আদর আছে। যখন যা প্রয়োজন তা প্রাপ্তির নিশ্চয়তা আছে। এর চেয়ে নেয়ামত আর কী হতে পারে জীবনে! আমার চারপাশে কতজনেরই তো অনেক কিছু নেই। কারো মা আছে তো বাবার স্নেহের ছায়া নেই। কারো বাবা আছে তো মাথার উপর মায়ের মমত আঁচলটি নেই। আবার কারো মা-বাবা আছে, কিন্তু সঙ্গে আছে অভাবের কষ্ট, ক্ষুধার যন্ত্রণা।

আমার জীবনে তাহলে কিসের বেদনা, কিসের যন্ত্রণা!

কারণ, আমি ভালো হতে চাই, ভালো হতে পারি না। আমি সত্যের পথে চলতে চাই, অবিচল থাকতে পারি না। আমি ইলমের আলো গ্রহণ করতে চাই, কিন্তু মূর্খতার অন্ধকার থেকে বের হয়ে আসতে পারি না। আমলে আখলাকে আমি চাই সুন্দর হতে, কিন্তু শয়তানের প্ররোচনা এবং নফসের প্রতারণা থেকে মুক্ত হতে পারি না, তাহলে কী উপায় হবে আমার!                  

নূরুল হাসান,  দারুল  মা‘আরিফ সম্পাদক

- কারো অন্তরে সত্যি যদি এমন অস্থিরতা থাকে তাহলে আল্লাহর রহমতে অবশ্যই সে মঞ্জিলে মাকছূদে পৌঁছে যাবে।

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা