রবিউল আওয়াল ১৪৩২হিঃ (১৯)

রোযনামচার পাতা

একটি রোজনামচা

লিখেছেনঃ হাসান

শেয়ার করুন:     
প্রিন্ট

 

২০শে শাবান ৩১ হিঃ

 আজ থেকে শুরু হয়েছে আমাদের ভাষা শিক্ষার বিশেষ কোর্স প্রশিক্ষক হলেন, উস্তায কাযী আবু হানীফ ছাহেব আজ তিনি বাংলাভাষার গুরুত্ব ও প্রয়োজনীয়তার উপর আলোকপাত করলেন এবং শুদ্ধ উচ্চারণে ও শুদ্ধ ব্যাকরণে কথার বলার অভ্যাস করার জন্য বিশেষ তাকিদ দিলেন তিনি বললেন, শুদ্ধ ভাষায় কথা বলার মধ্যে একধরনের মাদকতা আছে যারা শুদ্ধ ভাষায় কথা বলে তাদের জ্ঞান ও ব্যক্তিত্ব সম্পর্কে মানুষ অবচেতন ভাবেই একটা উচ্চ ধারণা পোষণ করে তাকাললুফ করে কথা বলা অবশ্যই নিন্দনীয়, তবে অশুদ্ধ ভাষাও কোনক্রমেই গ্রহণযোগ্য নয় দুনিয়াবি শিক্ষার মহলে শুদ্ধ ভাষায় কথা বলার কিছু লোক আছে, কিন্তু  ইলমি মহলে  শুদ্ধ ভাষায় কথা বলতে পারে এমন একজনও মানুষ নেই এটা খুবই লজ্জার বিষয়

 

 

 

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা