রজব ১৪৩০ হিঃ (১২)

রোযনামচার পাতা

একি অন্যায়!

লিখেছেনঃ মুতাহ্‌হার হোসাইন

শেয়ার করুন:     
প্রিন্ট
২৯ - ১২ - ০৮ খৃঃ আছরের পর কামরার দরজা-জানালা বন্ধ করে বাতি জ্বেলে গভীর মনোযোগের সঙ্গে পুষ্প পড়ছিলাম, বলা যায় পাঠ করছিলাম, বরং বলা যায়, অধ্যয়ন করছিলাম! কিন্তু কামরা বন্ধ করার উদ্দেশ্যটা ব্যর্থ হলো। কিছু শোরগোল ও একটা কান্নার আওয়াযে পেরেশান হয়ে বাইরে এলাম। দেখি, একটি ছোট ছেলেকে মসজিদের জোতাচোর বলে নির্দয়ভাবে মারা হচ্ছে। হতে পারে সে চোর, কিংবা সন্দেহটা ভুল! কিন্তু যাই হোক, চুরি যেমন অপরাধ, এত ছোট একটি ছেলেকে নির্দয়ভাবে প্রহার করাটা তো আরো বড় অপরাধ! দৃশ্যটা দেখে খুব ব্যথা পেলাম। যার জোতা খোয়া গেছে তাকে পয়সা দিয়ে অনেক কষ্টে ছেলেটিকে উদ্ধার করলাম, আর বললাম, দেখো, কখনো অন্যায় কাজ করো না।
শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা