রমযান ১৪৩০ হিঃ (১৩)

রোযনামচার পাতা

এক বৃষ্টির বিকেলে

লিখেছেনঃ উম্মে হাবীবা, তামান্না, বাংলাবাজার- ১১০০

শেয়ার করুন:     
প্রিন্ট
আজ সারা দিন আকাশটা কাঁদছে। কাঁদছে মানে বৃষ্টি ঝরছে। আমরা যখন কাঁদি, আমাদের চোখ থেকে অশ্রু ঝরে, তাই আকাশ থেকে যখন বৃষ্টি ঝরে, কবিরা বলেন, আকাশটা কাঁদছে। আকাশ কাঁদছে, আমারও মনটা কাঁদছে। আকাশের সাথে মানুষের মনের কী গভীর সম্পর্ক! আকাশ যখন কাঁদে মানুষের মন তখন বিষণ্ন থাকে, আর আকাশ যখন হাসে মানুষের মনটাও প্রফুল্ল থাকে। বৃষ্টির দিনে প্রকৃতিকে কিন্তু বড় সুন্দর মনে হয়ে। বৃষ্টি যেন সব আবর্জনা ভাসিয়ে নিয়ে যায়, পৃথিবীটা যেন কত পবিত্র হয়ে ওঠে। প্রকৃতির সবকিছু যেমন বৃষ্টিতে ভেজে, তেমনি আমারও ইচ্ছে করে বৃষ্টিতে ভিজতে। বৃষ্টির পানিতে আমার ভিতরটাও যেন ধোয়া হয়ে যায়; নিজেকে তখন খুব পবিত্র লাগে। দু’টি কাক গাছের ডালে বসে আছে একসঙ্গে। ওরা বৃষ্টিতে ভিজছে। মনের আনন্দে, নাকি ওদের বাসা নেই! কোন দুষ্ট ছেলে কি ভেঙ্গে দিয়েছে ওদের বাসা! অন্য কাকেরা কোথায়! অন্যসব পাখী! চড়ুই, শালিক, ময়না, দোয়েল, টিয়া! ওদের কি ইচ্ছে করে না, বৃষ্টিতে ভিজতে! আজকের আকাশ ও বৃষ্টি কি আমাকে সম্মোহিত করেছিলো! আমি জানি না। একসময় নিজেকে আমি আবিষ্কার করলাম খোলা ছাদে বৃষ্টির মাঝে! আমি বৃষ্টিকে স্পর্শ করলাম, বৃষ্টি আমাকে স্নাত করলো। আমি পুলকে আনন্দে আত্মহারা হলাম! আজকের বৃষ্টি যেন আমাকে অন্যরকম এক পুলক, অন্যরকম এক আনন্দ উপহার দিলো। আজকের বৃষ্টিভেজা বিকেলটির কথা আমার অনেক দিন মনে থাকবে।
শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা