রমযান ১৪৩০ হিঃ (১৩)

রোযনামচার পাতা

রোযনামচার একটি পাতা

লিখেছেনঃ ইমরানা আমাতুল্লাহ, মুন্সীগঞ্জ

শেয়ার করুন:     
প্রিন্ট
৪-১০-২৯ হিঃ
সম্পাদক ভাইয়া দু‘আ করেছেন, আমরা যেন সুখে থাকি, যেমন সুখে থাকে পায়রা, আর চড়ুইপাখী; আমার জানতে ইচ্ছে করছিলো কেমন সুখে থাকে ওরা। আজ দেখি, দু’টি চড়ুইপাখী গাছের ডালে বসে আছে। ভাবলাম, দেখবো ওদের সুখ। একটি চড়ুই পাখী ওড়ে গেলো। অনেকক্ষণ পর ফিরে এলো মুখে খাবার নিয়ে। সঙ্গিটিকে ঠোঁট দিয়ে খাওয়ালো। তারপর মনের আনন্দে কিচির-মিচির করে বাগানে ওড়াউড়ি করে একসময় দূরে চলে গেলো। মনে হলো সত্যি ওরা সুখী। কারণ ওদের মাঝে বন্ধুত্ব আছে। তারপর দেখি, দু’টি পায়রা একটি ছেলের হাতে এসে বসেছে, আর ছেলেটি ওদের দানা খাওয়াচ্ছে, ওরা নির্ভয়ে ছেলেটির হাত থেকে দানা খাচ্ছে। মনে হলো, ওদের অনেক সুখ, কারণ ওদের নিরাপত্তা আছে। কিন্তু আমরা কীভাবে সুখে থাকবো পায়রা, আর চড়ুইপাখীর মত! আমরা তো কেউ কারো বন্ধু নই এবং আমাদের কারো নিরাপত্তা নেই। আমরা তো একে অন্যের খাবার কেড়ে নেই, এমনকি স্বার্থের জন্য বন্ধু কেড়ে নেয় বন্ধুর প্রাণ!
শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা