রমযান ১৪৩০ হিঃ (১৩)

রোযনামচার পাতা

আমার নানা

লিখেছেনঃ ওবায়দুল্লা, আকুয়া মড়লবাড়ী মাদরাসা, মোমেনশাহী

শেয়ার করুন:     
প্রিন্ট
প্রকৃতির নিয়মে মানুষ পৃথিবীতে আসে, আবার বিদায় নেয়। যারা উন্নত ও মহৎ আদর্শের অধিকারী তারা মানুষের হৃদয়ের মাঝে বেঁচে থাকে। মৃত্যুর পরো তারা অমর হয়ে থাকে। আমার নানা ছিলেন সেই রকম মহৎ আদর্শ এবং উত্তম চরিত্রের অধিকারী একজন মানুষ। এটা আমার কথা নয়, এখনো তাঁর অঞ্চলের মানুষ তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ করে এবং তাঁর জ্ঞান ও গুণের প্রশংসা করে, আর বলে, তাঁর মত মানুষ পৃথিবীতে খুব কম আসে এবং খুব কম সময় থাকে। তাঁর একটি গুণ ছিলো, এতীমের মাথায় তিনি হাত বুলাতেন এবং এতীমের প্রতিপালনের ব্যবস্থা করতেন। সেই এতীমেরা এখন অনেক বড় হয়েও তাঁকে স্মরণ করে এবং তাঁর জন্য অশ্রুবর্ষণ করে। তাঁর দানের হাত ছিলো এত প্রসারিত যে, কখনো কাউকে তিনি না বলেননি। কথা বলতেন এমন মধুরভাবে যে কেউ তার কথা অমান্য করতো না। তিনি কারো প্রতি ক্রদ্ধ হয়েছেন, এমন আমরা কখনো দেখিনি। কঠিন থেকে কঠিন পরিস্থিতিতেও তিনি থাকতেন শান্ত স্থির। অর্থের অভাবে যারা লেখা-পড়া করতে পারতো না, তিনি গোপনে তাদের সাহায্য করতেন আর বলতেন, কোন অবস্থাতেই লেখা-পড়া বন্ধ করবে না। লেখা-পড়া করে মানুষের মত মানুষ হও এবং মানুষের সেবা করার চেষ্টা করো। আমাদের পৃথিবী থেকে এখন তিনি অনেক দূরে, কিন্তু চিরকাল আমরা তাকে স্মরণ করবো এবং তার জন্য ...।
শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা