যিলক্বদ ১৪৩০হিঃ (১৪)

রোযনামচার পাতা

একটি রোযনামচা

লিখেছেনঃ আব্দুল হাকীম, বাইতুস্‌সালাম, উত্তরা, ঢাকা

শেয়ার করুন:     
প্রিন্ট
প্রতিদিনের মত আজো ফজরের পর সবুজ ঘাসের উপর হাঁটার জন্য বাইরে বের হলাম। পরীক্ষা গতকাল শেষ হয়েছে, তাই মনটা এখন ভারমক্ত। যাকে বলে আমি এখন অত্যন্ত খোশমেজাজে আছি। মাদরাসার পাঠাগারে আজ একটি নতুন পত্রিকা দেখলাম, নাম আলআমানাহ। নতুন মানে, আমার জন্য নতুন; অর্থাৎ আমি জানতাম না যে, এ নামে কোন পত্রিকা আছে। এমনিতে পত্রিকাটি কয়েক বছরের পুরোনো। আগ্রহের সাথেই হাতে নিলাম, খুললাম এবং ভিতরে প্রবেশ করলাম। সম্পাদকীয়-এর পরই পাঠকের কলাম। এতে বিভিন্ন বিষয়ে পাঠকদের সুন্দর সুন্দর মন্তব্য ও মতামত রয়েছে। কোনটা পত্রিকা সম্পর্কে, কোনটা দেশের বিভিন্ন পরিস্থি সম্পর্কে, এমনকি আন্তর্জাতিক বিষয়েও কোন কোন পাঠক তার মতামত তুলে ধরেছেন....।
শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা